হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ার ভাসানচরে পৌঁছাল ৫০৬ রোহিঙ্গা

নোয়াখালী ও কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে হাতিয়ার ভাসানচরে ৫০৬ জন রোহিঙ্গাকে আনা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আনা হয়েছে ৫০৬ জন রোহিঙ্গাকে। এদের সঙ্গে বিভিন্ন ক্যাম্প থেকে পুনরায় ভাসানচর এসেছেন আরও ৪০৬ জন।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা ভাসানচর এসে পৌঁছায়। এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের ফতেঙ্গা থেকে জাহাজ বানৌজা টুনা, বানৌজা তিমি ও বানৌজা ডলফিন ভাসানচরের উদ্দেশ্যে মোট ৯১২ জন রোহিঙ্গা নিয়ে রওনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের চট্টগ্রামে আনা হয়। পরে সকাল পৌনে ৮টার দিকে নৌবাহিনীর তত্ত্বাবধানে তাদের তিনটি জাহাজে তোলা হয়।

যার মধ্যে বানৌজা টুনাতে ১১৫ জন পুরুষ, ৮২ জন নারী, ১০৫ শিশু, বানৌজা তিমিতে ৭৭ জন পুরুষ, ৮৬ জন নারী, ১৩৭ শিশু এবং বানৌজা ডলফিনে ৮৯ জন পুরুষ, ৯৫ জন নারী ও ১২৬ জন শিশু রোহিঙ্গা ছিল। এ ছাড়া তিনটি জাহাজে ৬টি মেডিকেল টিম, ২ জন মেডিকেল অফিসার, ৩ জন এনএসআই ও ১৪ জন রেডক্রিসেন্ট সদস্য ছিলেন

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, এ ধাপে নতুন করে আরও ৫০৬ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু রোহিঙ্গাকে ভাসানচর আনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময় ভাসানচর ক্যাম্প থেকে বেড়াতে যাওয়ায় আরও ৪০৬ জন রোহিঙ্গা নতুনদের সঙ্গে ভাসানচর ফিরে এসেছেন।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্যমতে, এর আগে মোট ২৩ দফায় ৩৩ হাজার ৫২৭ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়েছে। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া শুরু হয়।

সরকার নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গা বসবাসের জন্য আবাসন তৈরি করেছে। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি রোহিঙ্গা আশ্রয়শিবিরে সাড়ে ১২ লাখ রোহিঙ্গা বাস করছে। এর মধ্যে ৮ লাখেরও বেশি রোহিঙ্গা ২০১৭ সালের ২৫ আগস্টের পরে কয়েক মাসের মধ্যে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। কিন্তু ৭ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমার কর্তৃপক্ষ ফেরত নিয়ে যায়নি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ