হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে আলাদা দুই সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে জেলার ঈদগাঁও উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী ও কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ট্রাক উল্টে একজন নিহত হন। এ দুই ঘটনায় আহত হয়েছেন তিনজন। গতকাল রোববার রাত আটটা থেকে আজ সকাল সাতটার মধ্যে এ দুই দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় দুই যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবীর। এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার মো. আজিম (৩০) এবং একই এলাকার দেলোয়ার হোসেন সাঈদী (২৮)। পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেছে। কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।

এদিকে টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। গতকাল রাত আটটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শিলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান আহমদ (৩৫) টেকনাফ সদর ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার ছৈয়দ আহমদের ছেলে। হতাহতরা সবাই ট্রাকটির শ্রমিক বলে জানা গেছে।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন