দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে জুয়ার টাকা জোগাড়ের জন্য শ্বশুরবাড়ি থেকে গরু চুরি করে বিক্রির সময় জামাতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একটি কালো রংয়ের গরু এবং সিএনজি উদ্ধার করা হয়।
জুয়া খেলার টাকা জোগাড়ের জন্য তাঁরা গরুটি চুরি করেছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। আজ বুধবার দুপুরে জামাতা জুয়েলসহ তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার ধর্মপুর এলাকার জুয়েল (২৬), সাতরা চম্পকনগর এলাকার মো. রাসেল (২৮) ও বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের মো. সুজন।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া জুয়েলের শ্বশুরবাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায়। গত সোমবার বিকেলে জুয়েল দুই সহযোগী নিয়ে শ্বশুড়বাড়ি থেকে একটি গরু চুরি করে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর আজকের পত্রিকাকে বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে তাঁরা বরুড়া থেকে একটি গরু চুরি করে সিএনজিচালিত অটোরিকশায় করে দেবিদ্বারে নিয়ে আসে। পরে গরুটি নিয়ে পাশের উপজেলা বুড়িচংয়ে নিয়ে যাওয়ায় সময় দেবিদ্বারের মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামে পুলিশের চেকপোস্টে ধরা পড়েন। এ ঘটনায় বরুড়া থেকে দেবিদ্বার থানায় এসে গরুর মালিক আমির হোসেন গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করেছেন।