কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ১০ প্রার্থীর মধ্যে সাতজনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা বলেন, নির্বাচনের নিয়ম অনুযায়ী মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়।
জমানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন—বাংলাদেশ সুপ্রিম পার্টির আবদুছ ছালাম (১৬৭ ভোট), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবদুস সালাম (২৯৮ ভোট), জাতীয় পার্টির এ টি এম মঞ্জুরুল ইসলাম (৪৪১ ভোট), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাওলানা সুলতান মহিউদ্দিন (২২২ ভোট), ইসলামী ঐক্যজোটের আলতাফ হোসাইন (৯৪৪ ভোট), তৃণমূল বিএনপির মো. মাঈনুউদ্দিন (২৪৩ ভোট) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সিরাজুল টম সুইডেন (১০৬ ভোট)।