হোম > সারা দেশ > চট্টগ্রাম

অটোরিকশা থেকে ছিটকে পড়া যাত্রীকে পিষে দিল কুবির বাস, চালক বরখাস্ত

কুবি প্রতিনিধি

কোটবাড়ী বিশ্বরোডসংলগ্ন নন্দনপুর কাউন্সিলর অফিসের সামনে অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যাওয়া একজনকে চাপা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘কৃষ্ণচূড়া’ বাস। দুর্ঘটনায় নিহত ব্যক্তি বলরামপুরের বাসিন্দা মৃত জামাল মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৬০)। 

এ ঘটনায় কেউ অভিযোগ না দিলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন বাসচালক মো. শফিককে সাময়িক বরখাস্ত করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার। 

আজ বুধবার আনুমানিক ১০টা ৪০ মিনিটে কোটবাড়ী বিশ্বরোডসংলগ্ন নন্দনপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রমতে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসটি শহর থেকে বিশ্ববিদ্যালয়ের দিকে আসছিল। সে সময় বিপরীত পাশ থেকে কোটবাড়ীর দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। অতিরিক্ত গতির কারণে অটোরিকশা থেকে একজন যাত্রী রাস্তায় পড়ে যান। তাঁর ওপর দিয়েই বিশ্ববিদ্যালয়ের বাসটি চলে যায়। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে সমঝোতা করে একটি সিদ্ধান্তে আসতে চাচ্ছি। পাশাপাশি অভিযুক্ত বাসচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

এ ব্যাপারে কোটবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই মোরশেদ আলম জানান, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। লাশ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ