নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ বিরোধী আন্দোলন নিয়ে কোন মন্তব্য করা সমীচীন নয় বললেন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি এটিকে পুরোপুরি ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয় বলে উল্লেখ করেছেন। রোববার সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নতুন এইচডিইউ (হাই ডিপেন্ডেনসি ইউনিট) জোনের উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।
শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, ‘এটা সরকারের একটা নির্বাহী সিদ্ধান্ত, আমি যেহেতু সরকারের একটা নির্বাহী দায়িত্বে আছি। এ বিষয়ে আমার মন্তব্য করাটা সমীচীন হবে না। আমার যেহেতু সমীচীন হবে না.... আন্ডার ওথ অফ এজ এ মিনিস্টার, আমাদের তো কনফিডেনশিয়ালি ওথ আছে...এবং কালেকটিভ মিনিস্ট্রিয়াল রেসপনসিবিলিটি বা সংসদীয় গণতন্ত্রের ভাষায় যেটা বলে, রেসিডেনসিয়াল অব গভর্নমেন্ট। ইটজ দা রেসপনসিবিলিটি অব দা এনাটায়ার কেবিনেট। সে কারণে আমি এ বিষয়ে মন্তব্য এই মুহূর্তে করতে পারছি না।’
এর আগে নগরীর আন্দরকিল্লার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৮ শয্যার নতুন এইচডিইউ (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) জোনের উদ্বোধন করেন তিনি। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সরঞ্জাম ও বিএসআরএম গ্রুপের অর্থায়নে রোববার আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী, সিনিয়র কনসালট্যান্ট ডা. আব্দুর রব মাসুমসহ ফিল্ড হাসপাতাল ও বিএসআরএমের কর্মকর্তারা।