রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম এবং কর্ণফুলী রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার সাপটি জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। এ সময় কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীনসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা ওমর আজকের পত্রিকাকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট-সংলগ্ন শিলছড়িতে একটি পরিত্যক্ত জালে অজগর সাপটি আটকা পড়ে। এ খবর জানার সঙ্গে সঙ্গে বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।