হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তায় কোস্ট গার্ডের টহল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় ঈদ সামনে রেখে যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের দুটি টিম সকাল-সন্ধ্যা উপজেলার নলচিরা ও তমরদ্দি লঞ্চঘাটে টহল দিচ্ছে। ঈদের আগে-পরে এই টহল অব্যাহত থাকবে।

হাতিয়া কোস্ট গার্ড সূত্র জানায়, সারা দেশের উপকূলীয় এলাকায় যাত্রীদের চলাচল নিরাপদ করার জন্য কোস্ট গার্ড কাজ করছে। হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় এখানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক লোক আসা-যাওয়া করে। বিশেষ করে ঈদ উপলক্ষে এই সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। তাতে যাত্রীদের চলাচল নিরাপদ ও নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করছে।

হাতিয়ার নলচিরা ও তমরদ্দি ঘাট হয়ে সবচেয়ে বেশি মানুষ যাতায়াত করে। প্রতিদিন দুটি বড় লঞ্চ ঢাকা থেকে হাতিয়ার তমরদ্দি ঘাটে আসে। আবার তমরদ্দি ঘাট থেকে দুটি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। আবার নলচিরা ঘাট হয়ে চেয়ারম্যান ঘাট ও চট্টগ্রামের উদ্দেশে অনেক যাত্রীবাহী ট্রলার চলাচল করে। এ দুটি রুটে প্রতিদিন ১০-১৫ হাজার যাত্রী চলাচল করে। এ দুটি ঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড দায়িত্ব পালন করে আসছে।

এ বিষয়ে হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার এম মতিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। এ ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে কোস্ট গার্ড দায়িত্ব পালন করে আসছে। এ ছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ, অবৈধ মালামাল পরিবহন রোধ করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সদস্যরা তৎপর। ঈদের আগে-পরে কোস্ট গার্ডের এই টহল অব্যাহত থাকবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ