স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নারীদের বঞ্চিত করে, অবহেলা করে সমাজ ও জাতির জন্য কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সব কাজে নারীদের এগিয়ে আসতে হবে। সমাজের দায়িত্ব শুধু পুরুষেরা নিয়েছেন তা ঠিক নয়।
আজ শুক্রবার দুপুরে মনোহরগঞ্জে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারী উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাইয়ুম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা ইয়াসমিনসহ অন্যরা।