দুবাই যাওয়ার ছয় দিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মো. এরশাদ হোসেন (২১)। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল পশ্চিমপাড়ার জামাল হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার বিকেলে এরশাদের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তাঁর বোন পপি আক্তার।
পপি আক্তার জানান, ‘বিদেশ যাওয়ার আগে মা বাবাকে বলেছিলেন, তোমরা আমার জন্য আর চিন্তা করো না। আমি দুবাইতে গিয়ে মাসে মাসে টাকা পাঠাব। আমাদের ঋণ শোধ করিয়ে নিয়ো। আমাদের আর অভাব থাকবে না।’
এরশাদ হোসেন বুড়িচং ফজলুল রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি থেকে এইচএসসি পাস করার পর বিভিন্ন কোম্পানিতে চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ পুলিশ কনস্টেবল পদে আবেদন করেছিলেন। সেখানেও ব্যর্থ হন। এরপর ক্ষুদ্রঋণ এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে দালালের মাধ্যমে গত ৩০ মে দুবাই যান এরশাদ।
দুবাই পৌঁছানোর ছয় দিনের মাথায় গত ৫ জুন বিকেলে শারজাহ এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন এরশাদ। গুরুতর অবস্থায় দুবাই আল কাসমিয়া হসপিটালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রিমন নামের এক প্রবাসী বাড়িতে ফোন করে এরশাদের মৃত্যুর বিষয়টি জানান। এরশাদের পরিবার এখন তাঁর মরদেহ পাওয়ার অপেক্ষা করছেন।