হোম > সারা দেশ > চট্টগ্রাম

মামলা করে আবার আসামির পক্ষে জামিন চাওয়ায় বাদীর হাজতবাস

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে মামলার আসামি করে পরে ওই আসামিদের পক্ষে হলফনামা দেওয়া ও জামিন চাওয়ায় বাদীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজের একটি আদালতে এ ঘটনা ঘটেছে।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক বলেন, ৫ ঘণ্টা হাজতবাসের পর মুচলেকা দিয়ে পরে মুক্তি পান ওই বাদী।

আইনজীবী আশরাফ বলেন, জেলা ও দায়রা জজ আদালতে হাটহাজারী থানার একটি মামলায় গ্রেপ্তার আসামি আবুল মনসুর ও মো. হাসানের জামিনের আবেদন করা হয়েছিল। কয়েক মাস আগে এই দুজনসহ ৩১ জন আসামি জড়িত নন বলে দাবি করে একটি হলফনামা দিয়েছিলেন মামলার বাদী তসলিমা আক্তার।

সরকারি কৌঁসুলি আরও বলেন, সোমবার আদালতে আসামিদের জামিন শুনানির সময় তাঁদের জামিনে আপত্তি নেই বলে জানান বাদী। তখন বিচারক বাদীর কাছে জানতে চান, কেন মামলা করলেন, আবার হলফনামা দিলেন ৩১ আসামির নামে। এখন জামিনে আপত্তি নেই জানালেন। বাদী কোনো সদুত্তর দিতে পারেননি। পরে বিচারক বাদীকে হাজতে পাঠানোর আদেশ দেন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘণ্টা হাজতবাসের পর বাদী ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে আদালতে লিখিত মুচলেকা দেন। পরে আদালত তাঁকে ছেড়ে দেন।

আদালত সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট হাটহাজারী থানার একটি মামলায় ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল মনসুর এবং মো. হাসান গত ৫ ফেব্রুয়ারি পুলিশের হাতে গ্রেপ্তার হন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ