Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

দাউদকান্দিতে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালক গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় মাদ্রাসার পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

আজ শুক্রবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা এলাকার র‍্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৪ জুলাই জেলার দাউদকান্দি উপজেলার খালিশা মোহাম্মদীয়া মিসবাউল উলুম মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী মাদ্রাসায় গেলে পরিচালক নাছির উদ্দিন পাটোয়ারী তাঁর ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে ডেকে নেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। ঘরে কেউ না থাকার সুযোগে শিশুটিকে তিনি ধর্ষণ করেন।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, শিশুটি এ সময় চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেন নাছির উদ্দিন। পরে বাড়ি ফিরে সে কান্নাকাটি করে এবং তার মায়ের কাছে ঘটনা খুলে বলে। পরদিন ওই শিশুর মা বাদী হয়ে নাছির উদ্দিনকে আসামি করে দাউদকান্দি থানায় মামলা করেন। র‍্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে নাছিরকে গ্রেপ্তার করে। নাছির কুমিল্লার দাউদকান্দি উপজেলার খালিশা গ্রামের বাসিন্দা। তাঁকে থানা-পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নোয়াখালীতে ঘরে চোর দেখে চিৎকার, গৃহবধূকে কুপিয়ে হত্যা

বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন কমিটির শীর্ষ নেতারা

রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল, পরে গ্রেপ্তার

সাজেকে ৪ ঘণ্টা ধরে পুড়ল রিসোর্টসহ ৯৪ স্থাপনা, পর্যটকদের যেতে মানা

চট্টগ্রামে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

চট্টগ্রামে হত্যার পর লাশ গুম, ঠিকাদারের মৃত্যুদণ্ড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে সংহতি জানালেন হাসনাত

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

শাশুড়ির মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু

ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ