ফেনীতে হত্যা মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ০৬

ফেনীতে হত্যা মামলায় হোসাইন মোহাম্মদ আলমগীর (৫০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ফেনী সদর ও সোনাগাজী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তিনি সোনাগাজীর বগাদানা ইউনিয়নের গুণক গ্রামের আজিজুল হকের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফেনী শহরের পুরোনো কারাগারের সামনে আ. লীগের নেতা কর্মীরা টমটমচালক জাফর আহমদকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ফেনী সদর থানায় ২০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘনকুয়াশায় লক্ষ্মীপুর-ভোলা নৌরুটে বন্ধের ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

লাইটার জাহাজে পণ্য পরিবহন: সিরিয়াল সিস্টেমে বছরে ১২০০ কোটি চাঁদাবাজি

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ