ফেনী প্রতিনিধি
ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে আড্ডা দেওয়ায় স্কুল-কলেজপড়ুয়া ২৫ শিক্ষার্থীকে আটক করেছে ফেনী মডেল থানা-পুলিশ। আজ রোববার দুপুরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১ ছাত্রী ও ১৪ ছাত্র রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা বলেন, স্কুল-কলেজ চলাকালীন শিক্ষার্থীরা পার্কে বা বিনোদনকেন্দ্রে ঘুরতে আসে। অনেক সময় নোংরামিতে জড়িয়ে পড়ে অনেকে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। কিন্তু তাদের মা-বাবা জানেন সন্তানেরা শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে। এভাবেই মা-বাবার চোখ ফাঁকি দিয়ে ছাত্রছাত্রীরা ভিন্ন স্থানে সময় কাটাচ্ছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে শহরের মহিপাল বিজয়সিংহ দিঘির পাড়ে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীদের আটক করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, আটক শিক্ষার্থীদের সচেতন হওয়া এবং এর কুফল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। তাদের অভিভাবকদের মোবাইল ফোনে খবর দেওয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়া উচিত।