হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি শিক্ষার্থীকে মুখ বেঁধে নির্জন এলাকায় নিয়ে মারধর

চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নুরুল কবির সাদ নামের এক শিক্ষার্থীকে মুখ বেঁধে তুলে নিয়ে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্জন এলাকায় নিয়ে তাঁকে মারধর করা হয়। সাদ ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে কথা-কাটাকাটি নিয়ে ঘটনার সূত্রপাত। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের সামনে থেকে মুখ বেঁধে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। জীববিজ্ঞান অনুষদের পেছনের নির্জন এলাকায় নিয়ে মারধর করা হয়। খবর পেয়ে প্রক্টরিয়াল বডি তাঁকে উদ্ধার করে প্রথমে চবি মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী চবি ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়ের কর্মী হিসেবে সোহরাওয়ার্দী হলে থাকতেন বলে জানা গেছে। তবে ছাত্রদলের নেতারা সাদকে তাঁদের কর্মী বলে দাবি করেছেন।

মারধরের শিকার নুরুল কবির সাদ। ছবি: আজকের পত্রিকা

চবি মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক কে এম আতাউল গনি বলেন, ভুক্তভোগী ছাত্রকে রাত ১০টার দিকে এখানে আনা হয়েছিল। ডান পায়ে আঘাতের চিহ্ন ছিল। এ ছাড়া পিঠে একটা আঘাতের চিহ্ন ছিল। এক্স-রে করার জন্য তাঁকে চমেক হাসপাতালে পাঠানো হয়।

চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বলেন, ‘সাদ ছাত্রদলের কর্মী। তবে তার চেয়ে বড় পরিচয় সে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সন্ত্রাসীরা একজন শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর করেছে, এটা স্বাভাবিক ঘটনা নয়। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই।’

মারধরের শিকার নুরুল কবির সাদ। ছবি: আজকের পত্রিকা

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, ‘মারধরের বিষয়টি আমরা জানতে পেরেছি। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা চেষ্টা করছি জড়িতদের শনাক্ত করতে। খুব দ্রুতই সিসিটিভি ক্যামেরা দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

বন্য হাতির ভয় আপাতত নয়

সাংগ্রাই উৎসবে রঙিন পাহাড়

রোহিঙ্গা আশ্রয়শিবিরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ২

চট্টগ্রাম ডিসি হিলের মঞ্চে দুর্বৃত্তের হামলা, বর্ষবরণ অনুষ্ঠান বাতিল

চট্টগ্রাম ও চবিতে বর্ষবরণের যত আয়োজন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আরও ৮ মামলায় গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে

কর্ণফুলীতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক এমপি নদভী

সীতাকুণ্ডে লিফট ছিঁড়ে পড়ে কারখানার দুই শ্রমিক নিহত