হোম > সারা দেশ > বান্দরবান

তুমরু সীমান্তে মুহুর্মুহু গোলার আওয়াজ, এবার এসে পড়ল গোলার খোসা

মাঈনুদ্দিন খালেদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

নাইক্ষ‍্যংছড়ির তুমরু সীমান্তের ৩৫-৩৯ পিলারের বিপরীতে মিয়ানমারের সেনারা ব্যাপক গোলা বর্ষণ করেছে। বিশেষ করে বিকেল ৪টা থেকে ৫টা আর সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বেশি গোলা ছোড়ে তারা। এ সময়ের মধ্যে চার দফায় ১২টি রকেট লাঞ্চার শব্দ পাওয়া গেছে। বিকেল ৪টার একটি গোলার খোসা এসে পড়ে তুমরু কোনার পাড়ার সিএনজি অটোরিকশা চালক শাহ আলমের বাড়ির সামনে। সেটি কুড়িয়ে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা লোকজনের হাতে তুলে দিয়েছে পাড়ার শিশুরা। 

গোলাগুলির আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েছে তুমরু বাজার ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা। কোনাপাড়ার শাহ আলম জানান, মর্টার শেলের ছেয়ে ছোট আকারের গোলার খোসা কুড়িয়ে পাওয়ার পর তিনি চরম আতঙ্কে আছেন। গ্রামের লোকজনও আতঙ্কিত। 

বিশ্বস্ত একটি সূত্র জানায়, আজ শুক্রবার বিকেলে বেশি গোলাগুলির আওয়াজ পাওয়া যায় ৩৭ নম্বর পিলারের বিপরীতে মন্ডু মেধাই এলাকায়। সেখানে ৪০ সদস্যের বিদ্রোহী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমার সেনা বাহিনীর পোশাক পরিহিত লোকজনের একটি ক্যাম্প দখল করে নেয় বিকেল ৪টায়। এর পরপর এটি উদ্ধারে মিয়ানমার সেনারা পাল্টা ভারী অস্ত্র ব্যবহার করে। পাশাপাশি ১২টি রকেট লাঞ্চার ছোড়ে তারা। 

ঘুমধুমের ব‍্যবসায়ী সরোয়ার কামাল জানান, ঘুমধুমের ভাজাবুনিয়ার চাকপাড়া গ্রামের বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা ভয়ে অন্যত্র সরে যাচ্ছেন। 

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আগেকার বিস্ফোরণের শব্দের ধরন আর আজকের শব্দের ধরনে পার্থক্য রয়েছে। আজকের বিস্ফোরণের আওয়াজ ছিল আগের চাইতে বেশি তীব্র। 

এ বিষয়ে গোয়েন্দা বিভাগের দায়িত্বরত এক কর্মকর্তা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে বিস্ফোরণগুলো হলো উচ্চ ক্ষমতাসম্পন্ন আর্টিলারি মর্টার শেল। 

যোগাযোগ করা হলে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, প্রতিদিনের মতো তিনিও লোকমুখে বিস্ফোরণের কথা শুনেছেন। 

এলাকার বাসিন্দা ফয়েজুর রহমান বলেন, আজ প্রায় একমাস যাবৎ সীমান্তঘেঁষা সবজির বাগানসহ জুমচাষ রয়েছে তাঁর। সীমান্তের চলমান সমস্যার কারণে খেতে যেতে পারছেন না। পরিবারের সদস্যদের নিয়ে অর্থনৈতিক দৈন্যদশায় আছেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ