হোম > সারা দেশ > চট্টগ্রাম

পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেব না। পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’ 

নাহিদ হাসান বলেন, ‘কেউ যদি অপরাধ করে, তার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। এর জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। নিজেরাই যদি আইন হাতে তুলে নেন, তাহলে এত প্রতিষ্ঠানের দরকার নেই।’ 

গতকাল শনিবার সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এসব কথা বলেন। এ সময় তিনি পাহাড়ে সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দেন। 

নাহিদ হাসান বলেন, ‘সহিংসতায় যারা জড়িত থাকবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের বিচারের আওতায় আনব। বারবার করে বলেছি, আইন কেউ নিজের হাতে নেবেন না।’ 
 
পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ তৈরি করে যাঁরা সুবিধা নিতে চান, তাঁদের সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেন নাহিদ হাসান। তিনি বলেন, ‘পাহাড় ও সমতল মিলেই বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।’ 
 
কোনো অঞ্চল অশান্তিতে থাকলে প্রভাব পুরো বাংলাদেশে পড়ে বলে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের একসঙ্গে থাকতে হবে। লড়াই-সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে আমরা সম্প্রীতির সঙ্গে সবার অধিকার নিশ্চিত করতে পারব। সব বৈষম্য দূর করতে পারব।’ 

তথ্য উপদেষ্টার পরিদর্শনের সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুর রশীদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরল হক, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমাসহ বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

সেকশন