আদালত প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে সংবদ্ধ ধর্ষণের মামলায় গ্রেপ্তার মো. মাসুদ (৪০) নামের এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালত এ জবানবন্দি দেন। আরও তিনজন আসামি তাঁর সঙ্গে ছিল বলে তিনি জবানবন্দিতে স্বীকার করেছেন।
আসামি মাসুদ চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার চা দোকানদার। গতকাল বুধবার মাসুদকে রৌফাবাদ থেকে পুলিশ গ্রেপ্তার করে। এর আগে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মাসুদসহ চারজনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
চট্টগ্রাম মগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. অহিদ উল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত ১৯ মার্চ রৌফাবাদ এলাকার রাস্তা থেকে বুদ্ধি প্রতিবন্ধী (৩০) এক নারীকে একটি নির্জন প্লটে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর পরিবার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) চিকিৎসা করান।