হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় শিশু ধর্ষণ মামলায় দোকানি গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুল মান্নানকে (৬০) নামের এক দোকানিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে কুমিল্লার পদুয়ার বাজার বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের কুমিল্লার কোম্পানি অধিনায়ক মাহমুদুল হাসান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, র‍্যাবের একটি বিশেষ দল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালায়। এ সময় কুমিল্লার পদুয়ার বাজার বাস টার্মিনাল এলাকা থেকে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি চান্দিনার আলিকামোড়া গ্রামের বাসিন্দা।

গ্রেপ্তার আব্দুল মান্নানের বরাত দিয়ে র‍্যাবের অধিনায়ক জানান, গত ৩ মার্চ দুপুরে শিশুটি আব্দুল মান্নানের দোকানে যায়। তখন আশপাশে কোনো লোকজন না থাকার সুযোগে চকলেটসহ বিভিন্ন জিনিস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের ভেতর নিয়ে ধর্ষণ করেন তিনি। শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনা জানায়। পরে তার মা বাদী হয়ে গত ৮ মার্চ চান্দিনা থানায় ধর্ষণের মামলা করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন