হোম > সারা দেশ > চট্টগ্রাম

দীঘিনালায় ঝাড়ু ফুলের গোডাউনে আগুন

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালায় ঝাড়ু ফুলের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার উপজেলার মেরুং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ভুইয়াছড়ায় এ ঘটনা ঘটে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে। 

মেরুং ঝাড়ু ফুল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুর রহমান জানান, ‘দীপক দেবনাথের ২০ ট্রাক ঝাড়ু ফুল মজুত ছিল। যার এক ট্রাক ঝাড়ু ফুল লোড করতে প্রয়োজন হয় ছয় লাখ ফুলের কাঠি। এ সময় অন্তত দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। সকালে থেকে শ্রমিকেরা ট্রাক লোড করেছে। পরে শুনতে পাই আগুন লাগার কথা। আমি ঘটনাস্থলে এসেছি এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছি।’ 

দীঘিনালার মেরুং ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মো. নজরুল ইসলাম আজকে পত্রিকাকে বলেন, ‘আগুন লাগার ঘটনা শুনে ফাঁড়ির সঙ্গীয় ফোর্সসহ আগুন নেভানোর জন্য কাজ করি, পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।’ 

দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া জানান, আগুন লাগার ঘটনার খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। আশপাশে পানির উৎস না থাকায় দুই হাজার ফুট দূর থেকে পানি এনে আগুন নেভানোর কাজ করতে হয়। 

তিনি আরও জানান, তা ছাড়া খাগড়াছড়ি থেকে আরও একটি ইউনিটসহ তিনটি মিলে টানা তিন ঘণ্টা আগুন নেভানোর জন্য কাজ করা হয়। আগুনের সূত্রপাত সম্পর্ক এখনো কিছু জানা যায়নি।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন