সরকার ৩৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুতের লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় ১ লাখ ১৪ হাজার ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন গমের আধুনিক স্টিল সাইলো নির্মাণকাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান।
পরে মন্ত্রী চট্টগ্রাম গমের স্টিল সাইলোর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ ৮ স্থানে ৮টি স্টিল সাইলো নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৫টি রাইস সাইলো আর ৩টি গমের। এ ছাড়া খুব শিগগিরই ৩০টি পেডি সাইলো নির্মাণের কাজ শুরু হবে। চট্টগ্রাম গমের সাইলো দেশের খাদ্য সংরক্ষণে বড় ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তিনি।
সাধন চন্দ্র মজুমদার বলেন, দেশে ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য সংরক্ষণের সক্ষমতা আছে। ২০২৫ সালের মধ্যে ৩৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুতের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার।
কৃষকের ভেজা ধান সাইলোতে শুকিয়ে সংরক্ষণের ব্যবস্থা করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি কৃষককে সহায়তার জন্য সরকার ধান চাল প্রকিউর করে।
খাদ্যমন্ত্রী বলেন, ‘ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সমস্যা তৈরি করেছে। তবে তুরস্কের মধ্যস্থতায় একটি সমঝোতা হতে যাচ্ছে। ইউক্রেন ও রাশিয়া খাদ্যপণ্য রপ্তানি করার বিষয়ে একটি চুক্তি করেছে, যা আমাদের জন্য স্বস্তিদায়ক হবে, গম আনতে কষ্ট হবে না।’
জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, খাদ্যসচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত সচিব খুরশীদ ইকবাল রেজভী, আধুনিক স্টিল সাইলো প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করীম শেখ, চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।