‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতা’র ডাকে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে ৭২ ঘণ্টার সড়ক ও নৌপথ অবরোধ চলছে পার্বত্য তিন জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। আজ রোববার অবরোধে দ্বিতীয় দিনেও খাগড়াছড়ির সঙ্গে সারা দেশের সড়কযোগাযোগ বন্ধ রয়েছে।
তবে বাস চলাচল না করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়।
এদিকে ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ রোববার সকালে জেলার বিভিন্ন উপজেলায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সমর্থনকারীরা। তবে অবরোধকে কেন্দ্র করে এখনো কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। শহরের বিভিন্ন সড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল চোখে পড়ে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির টহল জোরদার করা হয়েছে।