Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় হয়ে গেল বিড়ালের র‍্যাম্প শো

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় হয়ে গেল বিড়ালের র‍্যাম্প শো

কুমিল্লায় বিড়ালের র‍্যাম্প শো অনুষ্ঠিত হয়েছে। প্রাণী নির্যাতন রোধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই র‍্যাম্প শোর আয়োজন করা হয়। এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে নগরীর কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে এসব কর্মসূচি হয়। 

এসব কর্মসূচির আয়োজন করে কুমিল্লার ক্যাটস হোম-বিড়ালের বাড়ি ও দৃষ্টান্ত ফাউন্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. সিপন মিয়া। 

ক্যাটস হোম-বিড়ালের বাড়ির অ্যাডমিন ও দৃষ্টান্ত ফাউন্ডেশন-কুমিল্লার সভাপতি সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর কৃষক লীগের আহ্বায়ক মো. খোরশেদ আলম, কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র মঞ্জুর কাদের মনি, জেলা কালচারার কর্মকর্তা সৈয়দ আয়াজ মাবুদ, কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমিন, রোটারিয়ান ফাতেমাতুজ জোহরা।  উম্মে হাবিবা হেমার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ভেট মোহাম্মদ ইব্রাহিম, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট মনিরুল ইসলাম খান, এসিআই অ্যানিমেল হেলথ লিমিটেড, কুমিল্লার ভেটেরিনারি সার্ভিসেস কর্মকর্তা ভেট হাসিবুর রহমান সাফা, সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, এমদাদুল হক আখন্দসহ অনেকে অনুষ্ঠানে ৬ প্রাণীপ্রেমী, ৩ পশুচিকিৎসক ও ১৫ গুণীজনকে সম্মাননা দেওয়া হয়। প্রাণী উদ্ধারে ভূমিকার জন্য লাকী রহমান, মেহেবুবা মাকসুদ স্মৃতি, উম্মে কুলসুম জেনি, ফাতেহা নুর লাবন্য, মো. মেশকাত শুভ ভূইয়া, শায়লা শিলাকে বিশেষ সম্মাননা দেওয়া, ভেট মারুফ হাসান ইমরান, ভেট সামিসা আফরীন ঐশি ও ভেট হাসিবুর রহমান সাফাকে অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় মৎস্য ও পশু খাদ্য উৎপাদনকারী কুমিল্লার প্রতিষ্ঠান আরকে ফিড অ্যান্ড পোল্ট্রি লিমিটেড এই অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন।
সভাপতি সাইফ উদ্দিন রনী বলেন, ‘এই আয়োজন পোষা প্রাণীসহ রাস্তার অবহেলিত প্রাণীদের জন্য। বিনা কারণে নির্যাতন না করে তাদের প্রতি সদয় থাকা। রাস্তার কুকুরদের না মেরে ভ্যাকসিনের আওতায় আনার দাবি জানাই।’ দুর্ঘটনায় আহত প্রাণীদের উদ্ধার কাজের জন্য একটি দল গঠনে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম