Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়ক বন্ধ

প্রতিনিধি, লামা (বান্দরবান)

লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়ক বন্ধ

সড়কের কালভার্ট ভেঙে পাথরবোঝাই একটি ট্রাকের চাকা ঢুকে যাওয়ায় লামার ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের যোগাযোগ বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টায় ইয়াংছা বাজারপাড়ার কালভার্টে এ ঘটনা ঘটে।

ইয়াংছা এলাকার ওয়ার্ড মেম্বার মো. কামাল উদ্দিন বলেন, সকালে চট্টগ্রাম থেকে আসা পাথরবোঝাই একটি বড় ট্রাক ইয়াংছা-জিদ্দাবাজার সড়কের কালভার্টের ওপর উঠলে এটি ভেঙে ট্রাকের পেছনের দুই চাকা ঢুকে যায়। এ কারণে এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ দিকে ট্রাকের চালক মো. মহিন উদ্দিন জানান, চট্টগ্রাম থেকে গতকাল রাতে ৩০ টন পাথর বোঝাই করে আলীকদমে নিয়ে যাচ্ছিলাম। পাথরগুলো আলীকদম-কুরুকপাতা-পোয়া মুহুরী সড়ক নির্মাণকাজে নিয়োজিত সেনাবাহিনীর ১৬ ইসিবির। 

স্থানীয় এলাকাবাসী মো. আরিফুল ইসলাম ও পাড়ার সরদার মো. শাহ আলম জানান, গত বছর এ সড়কটি নির্মাণ করে কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগ। সড়ক নির্মাণ চলাকালে পুরোনো এ কালভার্টটি নতুন করে নির্মাণ করে দেওয়ার দাবি জানালেও তাঁরা তা না করে কালভার্টের ওপর কার্পেটিং বসিয়ে কাজ শেষ করে চলে যায়। এ কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। 

এ ব্যাপারে লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশিদ বলেন, ট্রাকটি দ্রুত সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার