Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ের শিলছড়িতে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় থানায় মামলা 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

কাপ্তাইয়ের শিলছড়িতে কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় থানায় মামলা 

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নে ১৭ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় অভিযোগ দায়ের করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর এই শ্লীলতাহানির ঘটনা ঘটে বলে জানান মেয়েটির পরিবারের সদস্যরা। 

আজ শুক্রবার সকালে উক্ত ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা কাপ্তাই থানায় ওই যুবককে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। 

অভিযুক্ত যুবক মো. ইয়াছিন মানিক (২৫) একই এলাকার আবু তাহের গাজীর ছেলে। 

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার পর অভিযুক্ত যুবক মানিক মেয়েটার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় কিশোরীর চিৎকারে তার খালা ও অন্য সদস্যরা এসে ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। এরপর যুবকের পরিবারের সদস্যরা এসে বিষয়টি মীমাংসা করা হবে এরূপ প্রতিশ্রুতিতে যুবকটিকে তাদের ঘরে নিয়ে যায়। কিশোরীর পরিবার উক্ত যুবকের বাসায় ভাড়া থাকে। ঘটনার সময় কিশোরীর মা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় অবস্থান করছিলেন এবং কিশোরী ও তার ছোট ভাই পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে যুবকটি কিশোরীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে জানা যায়। কিশোরীটি স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত। 
 
৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি শুক্রবার সকালে ঘটনাটি জেনেছেন। 

কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, এ বিষয়ে মেয়েটির পরিবার শুক্রবার সকালে ওই যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। 

দালালেরা সর্বেসর্বা, চুরি নিত্যদিন

কচুয়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর সন্তান প্রসবের পর মৃত্যু, যুবক গ্রেপ্তার

চাঁদপুরে অস্ত্রের মুখে কিশোরীকে অপহরণ, থানায় অভিযোগ

আন্তর্জাতিক সংস্থার নারী কর্মকর্তার শ্লীলতাহানির চেষ্টা, যুবক আটক

চট্টগ্রামে এক টাকায় ২১ রকমের পণ্য

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরায় ১৬ জেলের জরিমানা

এক অ্যাপেই কক্সবাজার ভ্রমণের সব তথ্য

চট্টগ্রামে ফের কাটল ওয়াসার লাইন, ১৮ এলাকায় পানি সরবরাহে বিঘ্ন

ধর্ষণের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২ ঘণ্টা পর প্রত্যাহার

পার্বত্য চট্টগ্রামে নার্সিং সেবা বৃদ্ধির উদ্যোগ