Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আ.লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না: নুরুল হক নুর

চাঁদপুর প্রতিনিধি

আ.লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না: নুরুল হক নুর
সভায় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আমাদের মতপ্রকাশের ভিন্নতা রয়েছে, তবে ঐক্যের বিষয়ে সকলে এক ও অভিন্ন।’

রোববার (২৩ মার্চ) বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘বাতিল মাল আওয়ামী লীগকে আর কেউ ফিরিয়ে আনার চেষ্টা করবেন না। বাংলাদেশে প্রায় ৫০টি রাজনৈতিক দল রয়েছে। এর মধ্যে একটি দল না থাকলে দেশের কিছুই হবে না।’

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, ‘রাজনীতি পয়সা কামানোর জায়গা নয়। রাজনীতি হলো জনসেবার স্থান। যে যেই দল করেন না কেন, সকলে মনে রাখবেন—কেউ যেন বলতে না পারে আগেই ভালো ছিল। আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। হামলার শিকার হতে হবে না, মামলার শিকার হতে হবে না। রাজনীতিবিদেরা জনগণকে জিম্মি করে লুটপাট করবেন না, লুটপাট করে দেশের টাকা বাইরে পাঠাবেন না।

তিনি আরও বলেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াত, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো।’

নুরুল হক বলেন, ‘আমরা আওয়ামী লীগের মতো আগামীর বাংলাদেশে আবার কেউ ফ্যাসিবাদ কায়েম করুক, সেটা চাই না। কোনো কোনো রাজনৈতিক দলের ধারাবাহিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। তিনি বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে কোনো ছাড় নয়। এই চাঁদপুরে আর দীপু মনির জন্ম হতে দেওয়া হবে না। আর বালুখেকো সেলিম খানের জন্ম না হয়।’

জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী রাসেলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

মির্জাখীল দরবার শরিফের অনুসারীদের ঈদ উদ্‌যাপন

চট্টগ্রামে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষে গোলাগুলি, নিহত ২

অর্থ বরাদ্দে অনিয়ম ও খাদ্যশস্য বণ্টনে বৈষম্যের প্রতিবাদ

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

লক্ষ্মীপুরে ১১ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

নাড়ির টানে গ্রামে মানুষ, ফাঁকা শহর নিয়ে দুশ্চিন্তা

শেখ হাসিনার মতো আরেকজন নেমেছে জনগণের ভোটাধিকার কেড়ে নিতে: আমীর খসরু

কুমিল্লাকে ‘প্রস্রাবের স্থান’ বলে মন্তব্য বিএনপি নেতার