Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ম্রোপাড়ায় অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

ম্রোপাড়ায় অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বান্দরবানের লামা উপজেলার রেংয়েন ম্রোপাড়ায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে রাঙামাটিতে মানববন্ধন হয়েছে।

আজ শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ম্রোদের উচ্ছেদ করে রাবারবাগান করতে চাচ্ছে লামা রাবার ইন্ডাস্ট্রি লিমিটেড। দীর্ঘদিন রাবার কোম্পানির লোকজন ম্রোদের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ অবস্থায় রাবার কোম্পানির লোকজন সর্বশেষ ম্রোদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সোনারিতা চাকমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা।

গত রোববার রাতের হামলায় ম্রোদের রেংয়েন ম্রোপাড়ার তিনটি ঘর আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আরও তিনটি ঘর সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পাড়ার অন্য দুটি ঘরে ভাঙচুর এবং ঘরের জিনিসপত্র তছনছ করে ফেলা হয়। এর সঙ্গে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির লোকজন জড়িত বলে অভিযোগ করেছেন পাড়াবাসী।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ থেকে লামা সরই ইউনিয়নে লাংকম ম্রোপাড়া, জয়চন্দ্র ত্রিপুরাপাড়া ও রেংয়েন ম্রোপাড়া মিলে ৩৬টি পরিবারের সঙ্গে ৪০০ একর ভূমি নিয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির বিরোধ চলে আসছে।

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ