Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়া হলো না সিয়ামের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

বন্ধুর বাড়ি থেকে নিজের বাড়ি যাওয়া হলো না সিয়ামের
দুর্ঘটনার পর পড়ে থাকা মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্ধুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা লাগলে এক যুবক নিহত হন। গতকাল সোমবার ঈদের দিন রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম সাহা (২০) মুরাদনগর উপজেলার পাহাড়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) সাহাব উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিয়াম সাহা চৌদ্দগ্রামে এক বন্ধুর বাড়ি থেকে মুরাদনগরে ফেরার পথে লালবাগ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় তাঁর সঙ্গে থাকা বন্ধু ওমর ইবনে প্রভাদ গুরুতর আহত হন। তিনি কুমিল্লা কোতোয়ালি থানার কালীর বাজার এলাকার ওমর ফারুকের ছেলে।

ওসি সাহাব উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানার হেফাজতে রাখা হয়েছে।

২০ বছরেও চাকরি স্থায়ী হয়নি ১১৬ জনের

পাহাড়ে জলকেলিতে মাতল মারমারা

চট্টগ্রামে বাসে আটকে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ, চালক ও হেলপার গ্রেপ্তার

হামলা মামলায় চট্টগ্রামে কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার

আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলেকে ফেরত আনল বিজিবি

শিশু আদিবা হত্যা: রিকশাচালক গ্রেপ্তারের পর সাবেক ইউপি সদস্য উধাও

চট্টগ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামীসহ ২ জনের মৃত্যুদণ্ড

মেরিন ড্রাইভে পড়ে আছে হ্যান্ড গ্রেনেড

কুয়েটের শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে কুবিতে মানববন্ধন

মতলব উত্তরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণ নিহত