হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ৪ আগস্ট হত্যাকাণ্ড: আ. লীগ নেতাদের আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ

ফেনী প্রতিনিধি

ফেনীর মহিপালে গত ৪ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনে হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাদের লাইসেন্সকৃত জমা দেওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন আদালত। 

গতকাল রোববার দুপুরে মামলার বাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফেনীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শামসাদ বেগম এ আদেশ দেন। 

উল্লেখ্য, ব্যালিস্টিক পরীক্ষা বলতে বোঝায় আগ্নেয়াস্ত্র থেকে গুলি করা হয়েছে কিনা তার প্রমাণ যাচাই করা। যখন একটি আগ্নেয়াস্ত্র থেকে বুলেট বেরিয়ে যায়, তখন বন্দুকে বুলেট এবং কার্টিজ কেসের আণুবীক্ষণিক চিহ্ন রয়ে যায়। এই চিহ্নগুলোকে ব্যালিস্টিক ফিঙ্গার প্রিন্ট। 

আদালত সূত্রে জানা যায়, মহিপালে ছাত্র–জনতা হত্যায় এখন পর্যন্ত ৮টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে নিহত ছাইদুল ইসলামের বাবা রফিকুল ইসলাম, শিহাবের মা মাহফুজা আক্তার, শাকিবের মা কোহিনুর আক্তার এবং জাফর আহম্মদের স্ত্রী আছিয়া বেগম আদালতে আসামিদের অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা ও তাঁদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আবেদন করেছেন। 

আবেদনে উল্লেখ করা হয়েছে, হত্যা মামলা করার পর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছেন। এখনো গ্রেপ্তার করা হয়নি জড়িতদের। এ অবস্থায় বাদীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা আরও উল্লেখ করেন, আসামিদের লাইসেন্সকৃত অস্ত্রগুলো ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এসব অস্ত্র ব্যবহার করেই মহিপালে ছাত্র–জনতার ওপর গণহত্যা চালানো হয়েছে। 

এ ব্যাপারে বাদী পক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেন, মামলা করার পর থেকে এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা প্রতিনিয়ত মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। তাই বাদীর নিরাপত্তা নিশ্চিত ও আসামিদের জমা দেওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার আবেদন করা হয়েছে। 

আদালত অস্ত্রগুলোর ব্যালিস্টিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যথাযথ প্রক্রিয়ায় পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটির মাধ্যমে প্রমাণ হবে কোন অস্ত্র থেকে কতটি গুলি ছোড়া হয়েছে এবং বৈধ অস্ত্র কীভাবে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ নেতাদের গুলিতে ৯ জন নিহত হওয়ার তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ফেনী মডেল থানায় করা পৃথক আটটি হত্যা মামলায় ২ হাজার ৯৪১ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনীর তিন সাবেক সংসদ সদস্য, জেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের নাম রয়েছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ