Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভুয়া কাগজে ভোটার নিবন্ধন করতে এসে রোহিঙ্গা বাবা-মেয়েসহ আটক ৩

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

ভুয়া কাগজে ভোটার নিবন্ধন করতে এসে রোহিঙ্গা বাবা-মেয়েসহ আটক ৩
ভুয়া কাগজে ভোটার নিবন্ধন করতে এসে আটক রোহিঙ্গারা। ছবি: সংগৃহীত

ভুয়া কাগজপত্র তৈরি করে চট্টগ্রামের আনোয়ারায় ভোটার নিবন্ধন করতে আসা রোহিঙ্গা বাবা-মেয়েসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদেরকে থানা-পুলিশে সোপর্দ করা হয়।

আটকেরা হলেন রোহিঙ্গা নারী সুমাইয়া আকতার মুন্নী (১৮) ও তাঁর বাবা মো. তৈয়ব (৪৫) এবং তাঁদের সহযোগী মো. ইসমাইল (৬৫)। ইসমাইল জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল এলাকার বাদশা মিয়ার বাড়ির বাসিন্দা।

অভিযোগ উঠেছে, মুন্নীকে টাকার বিনিময়ে মেয়ে সাজিয়ে ভোটার নিবন্ধন কাজে সহায়তা করছিলের ইসমাইলসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম।

ইউপি থেকে দেওয়া কাগজপত্রের বিষয়ে জুঁইদণ্ডী ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম বলেন, প্রথমে আমার কাছে এলেও আমি তাঁদের কাগজপত্রে স্বাক্ষর করিনি। পরে হয়তো কারও মাধ্যমে ধরে অন্যজনের কাগজপত্রের ভেতরে এনে আমার স্বাক্ষর নিয়ে গেছে।

তিনজনকে আটকের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ্। তিনি বলেন, আজ বুধবার দুপুরে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য রোহিঙ্গা নারী স্থানীয় একজনকে বাবা সাজিয়ে কার্যালয়ে আসেন। তিনি জুঁইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রাম এলাকার ভোটার হওয়ার জন্য আবেদন করেন। আবেদনে শিক্ষাগত যোগ্যতা না থাকাসহ তাঁর কথাবার্তায় (ভাষায়) সন্দেহ হয়। এ সময় নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করলে সব ভুয়া বলে প্রমানিত হয়।

আবু জাফর সালেহ্ আরও বলেন, জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা নারী তাঁর সঙ্গে থাকা দুই ব্যক্তির সহায়তায় ভোটার হতে আসেন বলে স্বীকার করেন। ওই নারী চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি জন্ম নিবন্ধনও জমা দিয়েছেন। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। আটকদের মধ্যে সাজানো পিতা মো. ইসমাইলের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে মেডিকেলে ভর্তি করানো হয় এবং জড়িতদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হচ্ছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ভুয়া কাগজপত্র তৈরি করে ভোটার হতে গিয়ে আটক তিনজনসহ জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন

লক্ষ্মীপুরে তারাবি পড়া অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুন, ২০ লাখ টাকার জালসহ পুড়ল ৮ দোকান

বাঁশখালীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ২২ ঘণ্টা পর লাশ হস্তান্তর

ছেলের সাফল্যে বাবার নেতৃত্বে আনন্দ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগ নেত্রী সেতু গ্রেপ্তার

ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে ৭ জনই নারী

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ভিডিপি সদস্য আহত