প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)
দুরারোগ্য রোগে আক্রান্ত কক্সবাজারের টেকনাফ উপজেলার তরুণ সাংবাদিক পিকলু দত্তের পাশে দাঁড়িয়েছে রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার। মঙ্গলবার (১০ আগস্ট) রাতে পিকলু দত্তের উন্নত চিকিৎসার জন্য গঠিত ফান্ডের সমন্বয়ক অ্যাডভোকেট কামরুল হাসানের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওসমান গণি।
স্থানীয় দৈনিক দৈনন্দিন পত্রিকার সাবেক টেকনাফ প্রতিনিধি এবং জাতীয় দৈনিক দেশ পত্রিকার টেকনাফ প্রতিনিধি পিকলু দত্ত। তাঁর চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা প্রয়োজন।
এইচ এম নজরুল ইসলাম আজকের পত্রিকা কে বলেন, 'পিকলু জটিল রোগে আক্রান্ত হওয়ার পর মানবিক সাহায্যের জন্য সামাজিক মাধ্যমে আবেদন জানানো হয়। এর পর আমরা সহকর্মী হিসেবে তাঁর পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিই।'
সাধারণ সম্পাদক ওসমান গণি বলেন, 'আমাদের বিশ্বাস, সকল শ্রেণি-পেশার মানুষ নিজ অবস্থান থেকে মানবিক সহায়তা করলে দ্রুত পিকলুর উন্নত চিকিৎসা নিশ্চিত করা যাবে। সমাজের বিত্তবানদের তাঁর পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।'
পিকলুকে সহায়তা ফান্ডের সমন্বয়ক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, 'পিকলু কে বাঁচাতে এই মুহূর্তে কয়েক লাখ টাকা প্রয়োজন। তাই তাঁর শুভার্থী হিসেবে আমরা হৃদয়বানদের প্রতি মানবিক সহায়তার আবেদন জানাচ্ছি। সবার সহায়তা পেলে হয়তো তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়া যাবে।'
পিকলু দত্তকে সহায়তা পাঠাতে যোগাযোগ করতে পারেন তাঁর স্ত্রী পূজা দত্তের সঙ্গে। বিকাশ ও নগদের মাধ্যমে সহায়তা পাঠাতে পারেন পূজা দত্তের ০১৮৩৮৬২৯২১৩ নম্বরে।