চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ি পণ্ডিত পাড়ার টংকাবতী খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের খবরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটিবাহী ট্রাক ও এক্সকেভেটর জব্দ করা হয়। আজ রোববার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানার নেতৃত্ব এই অভিযান করা হয়।
অভিযানের খবরে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। কিন্তু জব্দকৃত ট্রাক ও এক্সকেভেটর উপজেলা পরিষদে নিয়ে আসা হয়।
মাসুদ রানা বলেন, টংকাবতী খাল থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছিল একটি মহল। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। পরিবেশ বিনষ্টকারী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করার নির্দেশ রয়েছে জেলা প্রশাসকের। এ জন্য এই ধরনের অভিযান নিয়মিত চলবে।