অন্যের হয়ে জেল খাটা মিনু আক্তারের দুই এতিম সন্তান ইয়াসিন (১২) ও গোলাপের (৯) পড়ালেখা ও ভরণপোষণের দায়িত্ব নিল দেশের অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম। কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত ওই দুই সন্তানের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাতের আগ্রহের কথা এরইমধ্যে জেলা প্রশাসককে জানানো হয়েছে।
কেএসআরএমের এমন উদারতা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার উল্লেখ করে মিনু আক্তারের আইনজীবী গোলাম মাওলা মুরাদ বলেন, এর মাধ্যমে মিনুর দুই এতিম ছেলে বেঁচে থাকার নিরাপদ অবলম্বন খুঁজে পেল।
প্রসঙ্গত, মিনু আক্তারের স্বামী আগেই তাকে ছেড়ে চলে যায়। তিন সন্তানের ভরণপোষণের আশ্বাসে মিনু আক্তার প্রায় তিন বছর অন্যের হয়ে জেল খাটেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মিনু গত ১৬ জুন কারাগার থেকে মুক্তি পান। কারামুক্তির ১৩ দিনের মাথায় গত ২৮ জুন রহস্যজনক সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি।