Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়া স্থলবন্দর দিয়ে এল ৫০০ টন ভাঙা পাথর

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আখাউড়া স্থলবন্দর দিয়ে এল ৫০০ টন ভাঙা পাথর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ টন ভাঙা পাথর আমদানি হয়েছে। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত ২১টি ট্রাকে করে ৫০০ টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম। 

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, আট মাস বন্ধ থাকার পর আগস্ট মাসে আবারও পাথর আমদানি শুরু হয়েছে। এ সময় দুই ধাপে ৫০০ টন পাথর আমদানি ও বন্দর থেকে খালাস করা হয়। 

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে আরও জানা যায়, আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চারলেন মহাসড়কের ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস্ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করে। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ পাথরগুলো বন্দর থেকে ছাড়করণের কাজ করছে। আমদানি করা পাথর থেকে আখাউড়া স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং স্থলবন্দর কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের মাশুল আদায় করছে। 

আমদানি করা পাথর স্তূপ করে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকামেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মোজাম্মেল হক বলেন, ‘বন্দর দিয়ে মোট ১ হাজার টন ভাঙা পাথর আমদানির জন্য এলসি খোলা হয়েছে। এর মধ্যে আমাদের ১ হাজার টন পাথরই আমদানি করা হয়েছে। এর মধ্যে বন্দর থেকে ৫০০ টন পাথর খালাস হয়েছে।’ 

আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়্যারহাউজ সুপারিন্টেন্ডেন্ট মো. সামাউল ইসলাম বলেন, রোববার ৫০০ টন পাথর আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর পাথর খালাস করবে।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার