Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হামলা, আইনি ব্যবস্থা গ্রহণের দাবি

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

দাউদকান্দিতে সাংবাদিকের ওপর হামলা, আইনি ব্যবস্থা গ্রহণের দাবি

কুমিল্লার দাউদকান্দিতে সাংবাদিক মোক্তার হোসেনের ওপর করা হামলার ঘটনায় মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টা দিকে দাউদকান্দি যারিফ আলী শিশু পার্কের সামনে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

সাংবাদিক মোক্তার হোসেন দাউদকান্দি পৌর সদরের তুজারভাঙ্গা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার দাউদকান্দি প্রতিনিধি। 

জানা যায়, গতকাল সোমবার আনুমানিক দুপুর ৩টার দিকে দাউদকান্দি উপজেলা পরিষদের প্রবেশপথ বিয়াম স্কুলের সামনে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর ওপর করা হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান সাংবাদিক মহল। 

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন-সাংবাদিক এম. এ করিম সরকার, মোহাম্মদ আলী শাহীন, রাশেদুল ইসলাম লিপু, মো. ওমর ফারুক মিয়াজী, আলমগীর হোসেন, লিটন সরকার বাদল, আনিসুর রহমান খান, শরীফ প্রধান, হোসাইন মোহাম্মদ দিদার। 

হামলার ঘটনায় বিচারের দাবি করে আরও বক্তব্য রাখেন-দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মো. রকিব উদ্দিন রকিব ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন। 

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার