হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি আ. লীগের ৯৮ নেতা কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আ. লীগ সভাপতিসহ ৯৮ জনের নামে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে পুলিশের এসআই আলমগীর বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৩০ জনকে আসামি করা হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এমআই মোহাম্মদ ইউছুপ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আসামিরা কেউ ছাড় পাবেন না।’

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. সিরাজুল হক (৬০), যুবলীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন (৪৩), সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফয়েজুল্লাহ (৪২)।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে সংঘবদ্ধ হয়ে গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি সদরের অদূরে বিছামারা এলাকার ৩৩ / ১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের পাশে পরপর তিনটি বিস্ফোরণ ঘটায় আসামিরা। রাস্তায় বাঁধা সৃষ্টি করে বিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংসসহ আরও কয়েকটি রাষ্ট্রীয় স্থাপনায় বড় ধরনের ক্ষতি সাধনে চেষ্টা করছিল তারা। এ জন্য তারা দফায় দফায় বৈঠক করেছে বলেও উল্লেখ করা হয় মামলায়।

খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই আলমগীর হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে বিস্ফোরিত ককটেলের খোসা, লাঠি ও ইটের টুকরো। এ সময় পুলিশ তিন আসামিকে আটক করে। বাকিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে পালিয়ে যায়।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের প্রতিটি জেলা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চলছে। তাই দেশের শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখতে আর জনসাধারণের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন। সে জন্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নাইক্ষ্যংছড়িতেও অভিযান চালানো হয়েছে। এ অভিযানে আওয়ামী লীগের তিন নেতা কর্মীকে মধ্যরাতে আটক করেছে পুলিশ।’

এ দিকে আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সহ-সভাপতিসহ অধিকাংশ নেতাকে আসামি করা হয়েছে। এমনকি উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যানকেও আসামি করা হয়েছে। মূলত এটি একটি রাজনৈতিক মামলা। মামলা থেকে জামিনে মুক্ত হতে আইনি লড়াই করবেন বলে জানান তারা।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন