হোম > সারা দেশ > চট্টগ্রাম

সম্পর্কে মামা-ভাগনি, তাই মেনে নেয়নি পরিবার, বিয়ের ছয় মাস পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিয়ের ছয় মাসের মাথায় স্বামী-স্ত্রী কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে তাঁদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। সোমবার রাতে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার বাঞ্ছারামপুর সদরের মৃত রফিক মিয়ার ছেলে সিয়াম (১৯) ও তাঁর স্ত্রী শাহিনুর (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহিনুরের আপন খালার দেবর সিয়াম। সে হিসাবে তাঁদের মামা-ভাগনির সম্পর্ক। খালার বাড়িতে যাতায়াতের সূত্রে সিয়ামের সঙ্গে শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছয়-সাত মাস আগে পরিবারকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। এরপর থেকে সিয়াম স্ত্রী শাহিনুর ও মাকে নিয়ে ভাড়া বাসায় থাকছিলেন।

কিন্তু সম্পর্কে মামা-ভাগনি হওয়ায় শাহিনুরের পরিবার এই বিয়ে মেনে নেয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করছিল। এরই জেরে গত সোমবার সিয়াম ও শাহিনুর চালের কেড়ি পোকা মারার ট্যাবলেট খান। অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা দুজনকে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথে শাহিনুর মারা যান। আর নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হাসপাতালে মারা যান সিয়াম।

এ ব্যাপারে বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সিয়ামের মরদেহের ময়নাতদন্তসহ যাবতীয় আইনগত ব্যবস্থা নিচ্ছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। আর শাহিনুরের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন