বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানের পর কেএনএফের এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার উপজেলার দুর্গম জোরভারাংপাড়া থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত কেএনএফ সদস্যের নাম ভান লাল থিয়ান বম (৩০)। তিনি রুমার উপজেলার জোরভারাংপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, ১০ জুন রাতে ওই এলাকায় যৌথ বাহিনীর সঙ্গে কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এতে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বান্দরবান পুলিশের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘রুমা উপজেলা থেকে একটি লাশ যৌথ বাহিনীর সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করেছে।’
রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির পর কেএনএফের সন্ত্রাসী তৎপরতা দমনে যৌথ বাহিনীর অভিযান শুরু করে। এ পর্যন্ত ২১টি মামলায় বান্দরবানের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৯৬ জনকে গ্রেপ্তার করেছে।
যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন। নিহতরা সবাই বম সম্প্রদায়ের পুরুষ সদস্য। এ সময় কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।