ব্যবসায়ীদের উদ্দেশে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, ‘সকালে গাছ লাগিয়ে বিকেলে ফল খাওয়ার মন–মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। আমাদের সবার সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের সচেতনতা ও সহনশীলতার প্রয়োজন।’
আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিসি আরও বলেন, ‘ব্যবসায়ী মানে, সব সময় ব্যবসা নয়। দিন শেষে সবাই আমরা ভোক্তা। মোবাইল কোর্ট হচ্ছে তাৎক্ষণিক একটা ব্যবস্থা। আমরা কোনো কোনো ক্ষেত্রে কঠোর হই। আমরা বলেছি, এ বছর আমরা খুব কঠোর হব।’
আলোচনা সভায় ডকুমেন্টারি উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। আলোচনা সভার আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’–এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।