Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

এ বছর আমরা খুব কঠোর হব: ব্যবসায়ীদের উদ্দেশে চাঁদপুর ডিসি

চাঁদপুর প্রতিনিধি

এ বছর আমরা খুব কঠোর হব: ব্যবসায়ীদের উদ্দেশে চাঁদপুর ডিসি

ব্যবসায়ীদের উদ্দেশে চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান বলেছেন, ‘সকালে গাছ লাগিয়ে বিকেলে ফল খাওয়ার মন–মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজের নীতি নৈতিকতার পরিবর্তন করতে হবে। আমাদের সবার সচেতনতার কোনো বিকল্প নেই। আমাদের সচেতনতা ও সহনশীলতার প্রয়োজন।’ 

আজ শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ডিসি আরও বলেন, ‘ব্যবসায়ী মানে, সব সময় ব্যবসা নয়। দিন শেষে সবাই আমরা ভোক্তা। মোবাইল কোর্ট হচ্ছে তাৎক্ষণিক একটা ব্যবস্থা। আমরা কোনো কোনো ক্ষেত্রে কঠোর হই। আমরা বলেছি, এ বছর আমরা খুব কঠোর হব।’ 

বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি। ছবি: আজকের পত্রিকা সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, প্রেসক্লাবের সভাপতি সাহাদাত হোসেন শান্ত, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন, প্রেসক্লাবের সহসভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকার প্রমুখ। 

আলোচনা সভায় ডকুমেন্টারি উপস্থাপন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। আলোচনা সভার আগে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’–এ প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ