হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও উপজেলা ফটিকছড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত মিয়া (২১), মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫) ও মো. মোমিন (৫০)। 

এর আগে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা। তিনি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। 

ঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশি তরুণ, তরুণীসহ হেঁটে নগরের জামালখানের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ক্রিস্টিনার ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তাঁর মোবাইল, ক্রেডিট কার্ড ও নগদ ৩০ হাজার টাকা ছিল। 

আজ শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়। 

অটোরিকশার পেছনে সিরাতাল মুস্তাকিম লেখাটি পাওয়ায় আমরা দ্রুত কৌশল নির্ধারণ করতে সক্ষম হই। শহরের ১৬ থানা এলাকায় অন্তত ১০০টি গ্যারেজে অভিযান চলে। পরে নগরের চকবাজারের একটি গ্যারেজে রাখা অটোরিকশাটি জব্দ করা হয়। পরে ছিনতাই করা মোবাইল, নগদ ২২ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাঁরা ভোরে ও সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ বুঝে ছিনতাই করেন। এই চক্রে আরও সদস্য আছেন, যাঁদের মধ্যে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন