Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৪

চট্টগ্রামে ইতালির নাগরিকের মোবাইল ফোন, ক্রেডিট কার্ড ও টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরী ও উপজেলা ফটিকছড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আরাফাত মিয়া (২১), মো. রুবেল (২৬), মো. নুরুদ্দীন (৪৫) ও মো. মোমিন (৫০)। 

এর আগে গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার এস এস খালেদ সড়কে কর্ণফুলী টাওয়ারের সামনে ছিনতাইয়ের শিকার হন ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা। তিনি চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। 

পুলিশের পাশে বসা ইতালির নাগরিক ক্রিস্টিনা জেমা। ছবি: আজকের পত্রিকাঘটনার সময় ক্রিস্টিনা জেমা দুই বাংলাদেশি তরুণ, তরুণীসহ হেঁটে নগরের জামালখানের দিকে যাচ্ছিলেন। এ সময় চলন্ত অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ক্রিস্টিনার ব্যাগ টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তাঁর মোবাইল, ক্রেডিট কার্ড ও নগদ ৩০ হাজার টাকা ছিল। 

আজ শুক্রবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। ফুটেজ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা শনাক্ত করা হয়। 

অটোরিকশার পেছনে সিরাতাল মুস্তাকিম লেখাটি পাওয়ায় আমরা দ্রুত কৌশল নির্ধারণ করতে সক্ষম হই। শহরের ১৬ থানা এলাকায় অন্তত ১০০টি গ্যারেজে অভিযান চলে। পরে নগরের চকবাজারের একটি গ্যারেজে রাখা অটোরিকশাটি জব্দ করা হয়। পরে ছিনতাই করা মোবাইল, নগদ ২২ হাজার টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ ছিনতাইকারী। তাঁরা ভোরে ও সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশা নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করেন এবং সুযোগ বুঝে ছিনতাই করেন। এই চক্রে আরও সদস্য আছেন, যাঁদের মধ্যে কয়েকজন সিএনজিচালিত অটোরিকশার চালক।

খরায় পাহাড়ে আমের ফলন বিপর্যয়ের শঙ্কা

পর্যটক বরণে প্রস্তুত কাপ্তাই

চাল বিতরণে অনিয়ম, জেলেদের তোপের মুখে পালালেন প্রশাসক

সরি, সংস্কার আপনাদের কাজ নয়: অন্তর্বর্তী সরকারকে আমীর খসরু

কাদায় আটকে পড়া হাতিটি বাঁচানো গেল না

ঈদের ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

লক্ষ্মীপুরে দরজির দোকানে শিশুকে যৌন নিপীড়ন

সীতাকুণ্ড-সন্দ্বীপ সমুদ্রপথে ঈদ উপলক্ষে যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু

আটকে পড়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

হোমনায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত