চট্টগ্রামের কর্ণফুলীতে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত ৯টায় উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙারচর এলাকায় হাজি সালেহ আহম্মেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন হাজি সালেহ আহম্মেদের বাড়ির মনিরুল আলমের ছেলে রিয়াদ (১৬), নূর আলমের মেয়ে নাঈমা (৫) ও জানে আলমের মেয়ে রাধিকা (১৫)। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন। আহতদের রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে রাধিকা ও রিয়াদকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও শিশু নাঈমা চিকিৎসাধীন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশেক নূর জানান, সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে চমেকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে তাদের ওয়ার্ডে ভর্তি করা হয়। দগ্ধরা বর্তমানে আশঙ্কামুক্ত।