হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দরে রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চালের চালান জব্দ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানির সময় ৪২ মেট্রিক টন সুগন্ধি চাল জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। বাংলাদেশ থেকে সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ। আজ বৃহস্পতিবার দুপুরে চালান দুটি জব্দ করা হয়। 

নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ দুটি চালানে দুই কনটেইনার করে চট্টগ্রাম বন্দর দিয়ে এসব সুগন্ধি চাল সিঙ্গাপুর ও সৌদি আরবে রপ্তানির চেষ্টা করে। এ দুটি চালান বিদেশে পাঠানোর দায়িত্বে ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ‘এন আর এন্টারপ্রাইজ’। রপ্তানি এ চালান দুটি স্থগিত করেছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। 

জানা গেছে, চট্টগ্রাম বন্দরের মেসার্স ইছাক ব্রাদার্স ডিপো লিমিটেড-এ ৪টি কন্টেইনার পণ্য চালান পাঠায় নীলফামারীর ‘অভিজাত ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’। 

চট্টগ্রাম কাস্টমস হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখা ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় যৌথভাবে কায়িক পরীক্ষা করেন। কায়িক পরীক্ষায় রপ্তানি নিষিদ্ধ ৪২ টন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি কনটেইনারে। পণ্য চালান দুটি ফুড স্টাফ (Food Stuff) ঘোষণায় সিঙ্গাপুর এবং সৌদি আরবে পাঠানো হচ্ছিল। গত ৩ সেপ্টেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে এ দুটি পণ্য চালানের বিল অব এক্সপোর্ট দাখিল করা হয়েছিল। 

চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর উপপরিচালক আয়শা সিদ্দিকা বলেন, ফুড স্টাফ ঘোষণায় মোট ৪২ মেট্রিকটন সুগন্ধি চাল পাওয়া যায় দুটি চালানে। চালান দুটি একই রপ্তানিকারকের। রপ্তানিকারকের মনোনীত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানও একই। সুগন্ধি চাল রপ্তানি করা নিষিদ্ধ করেছিল সরকার। তাই অবৈধভাবে রপ্তানির অপচেষ্টা করায় রপ্তানি নীতি ২০২১-২০২৪ এবং কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ