হোম > সারা দেশ > চট্টগ্রাম

গাঁজা খেয়ে পরীক্ষাকেন্দ্রে মাতলামি, যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাটে একটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলাকালীন এক যুবক মাঠে প্রবেশ করে মাতলামি করতে থাকেন। এ সময় তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি গাঁজা সেবন করেছেন বলে স্বীকার করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের চাপরাশিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল কাইয়ুম রিয়াজ (২৪)। তিনি ওই ইউনিয়নের উপদ্দিলামছি গ্রামের মফজ্জল হোসেনের ছেলে। 

কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়রা বলছেন, আজ সকাল থেকে চাপরাশিরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। বেলা পৌনে ১টার দিকে বিদ্যালয়ের পেছনের কোনো একপাশ দিয়ে মাঠে প্রবেশ করেন রিয়াজ। এ সময় তিনি ওই বিদ্যালয় মাঠের ভেতরে মাতলামি করতে থাকেন। বিষয়টি কেন্দ্রের প্রধান ফটকে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নজরে আসলে, তাঁরা দ্রুত গিয়ে তাঁকে আটক করেন। আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, গাঁজা সেবন করে কেন্দ্রের মাঠে প্রবেশ করেছে তিনি। 

পরে কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেখানে আটক ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে বিকেলে ওই যুবককে কারাদণ্ড দেওয়ার জন্য কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘আটককৃত রিয়াজ নিজেই মাদক সেবনের বিষয়টি স্বীকার করেছেন। দণ্ড প্রদানের পর তাঁকে থানায় হস্তান্তর করা হয়েছে।’ 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্ত আসামিকে বিকেলে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন