Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে গণপিটুনিতে নিহত ‘১০ মামলার আসামি’

নোয়াখালী প্রতিনিধি

গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে গণপিটুনিতে নিহত ‘১০ মামলার আসামি’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে চোর সন্দেহে গণপিটুনিতে মোশারফ হোসেন (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে রামপুরের মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের বাসিন্দা নিহত মোশারফ হোসেন (৪৩)। তাঁর বিরুদ্ধে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে পুলিশের দাবি। 

ওসি প্রণব চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

পুলিশ ও এলাকাবাসী বলছে, রামপুরের মালয়েশিয়া প্রবাসী সাইফুদ্দিনের পরিবারের লোকজন সেনবাগে তাদের আত্মীয়ের বাড়িতে ছিলেন। এই সুযোগে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে চুরি করতে ২ থেকে ৩ জন সিঁধ কেটে তাঁর ঘরে প্রবেশ করে। পাশের ঘরে থাকা জুনায়েদ নামের এক ব্যক্তি বিষয়টি টের পেয়ে সাইফুদ্দিনের বড় ভাই বাহার উদ্দিন মিজানকে মোবাইলে জানায়। 

তিনি ঘরের সামনে এলে লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরের দল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোশারফ হোসেনকে ধরে ফেলেন মিজান। এ সময় তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে মিজানের শরীরে ছুরি দিয়ে আঘাত করেন মোশারফ। মিজানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে মোশারফকে বেঁধে পিটুনি দিলে ঘটনাস্থলে মারা যায় তিনি।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার