Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত বেড়ে ৩ 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ নিহত বেড়ে ৩ 

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল ৩-এ। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হন।

নিহতেরা হলেন মিরসরাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পিকআপ ভ্যানচালক হাজিবাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪০) ও একই এলাকার বখতিয়ার খানের ছেলে কাজী বেকারির বিক্রেতা মোহাম্মদ শেখ ফরিদ (৪২)। হাসপাতালে নেওয়ার পর মারা যান একই এলাকার সৈয়দুল হকের ছেলে শহিদুল ইসলাম (৩৮)।

তৃতীয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঘটনাস্থলেই নিহতের জ্যাঠাতো ভাই দিন মোহাম্মদ ভাসানী। তিনি বলেন, ‘নিহত তিনজন একই গ্রামের, একই সমাজের। আসরের নামাজ শেষে ইকবাল হোসেন ও শেখ ফরিদের জানাজা শেষে দাফন হয়েছে। শহিদুল ইসলামের লাশ চট্টগ্রাম মেডিকেলে রয়েছে। এখনো তাঁর জানাজার সময় নির্ধারণ করা হয়নি।’

আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিরসরাই পৌরসভার মধ্যম তালবাড়িয়া এলাকার আমিনুল হকের ছেলে মিজানুর রহমান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছবোঝাই একটি পিকআপ ভ্যান ও কাজী বেকারির পণ্য বহনকারী একটি ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান। এ সময় ব্যাটারিচালিত ভ্যান ও পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

সকালে এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশের ইনচার্জ সোহেল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন মারা যায়। কাভার্ড ভ্যানচালককে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম