Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

তরমুজের জোড়া দেড় শ 

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

তরমুজের জোড়া দেড় শ 

ফেনীর সোনাগাজীর জিরো পয়েন্টে মিনি পিক-আপে মাইক লাগিয়ে তরমুজ জোড়া বিক্রি হচ্ছে দেড় শ টাকা করে। স্থানীয় ব্যবসায়ীরা খেত থেকে এনে একাদিক স্থানে এভাবে বিক্রি করছে। সকাল থেকে রাত পর্যন্ত চলে তাঁদের তরমুজ বিক্রি। তবে ইফতারের পূর্ব মুহূর্তে ক্রেতাদের ভিড় বেশি দেখা যায়। 

তুলনামূলক ছোট হলেও মাঠ থেকে কম দামে ক্রয় করে স্বল্পমূল্যে বিক্রি করছেন তাঁরা। উপজেলার ফলের দোকান গুলোতে প্রতিটি তরমুজ ২০০-৪৫০ টাকায় (আকার অনুযায়ী) বিক্রি হচ্ছে। 

নুর করিম নামের একজন ক্রেতা বলেন, ‘ফল দোকানের তুলনায় গাড়িতে বিক্রি করা তরমুজের দাম কম। এ ছাড়াও খেতেও সুস্বাদু। এর আগেও কয়েকবার গাড়ি থেকে নিয়েছি।’ 

ফল ব্যবসায়ী এনায়েত উল্লাহ বলেন, ‘সাধারণত ফেনী থেকে আমরা তরমুজ কিনে সোনাগাজীতে এনে বিক্রি করছি। সেখানের দাম অনুযায়ী বিক্রি করি। কিন্তু সোনাগাজীর চাষ করা জায়গা থেকে যখন বড় তরমুজ তুলে নেওয়া হয়। শেষ সময়ে ছোট-বড় তরমুজ গড়ে কম দাম কিনে তা ৭০-১০০ টাকায় বিক্রি করছি। জোড়া ১৫০ টাকা করে বিক্রি করায় ভালো বিক্রি হয়।’ 

উল্লেখ, সোনাগাজী উপজেলার চরচান্দিয়া, চরদরবেশ, সদর, আমিরাবাদসহ বিভিন্ন স্থানে গত বছর ৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হলেও চলতি বছর প্রায় ৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়।

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে