ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞাত (৬০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২টার দিকে পৌরসভার পৌরমুক্ত মঞ্চ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়রা মরদেহটি দেখে আখাউড়া থানায় খবর দেয়। পুলিশ গিয়ে পৌরসভার পৌরমুক্ত মঞ্চ থেকে মরদেহ উদ্ধার করে। তবে ওই বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোবারক আলী বলেন, ধারণা করা হচ্ছে বৃদ্ধার মৃত্যু স্বাভাবিক হয়েছে। একাধিক স্থানীয় এলাকাবাসী জানান, তিনি ভবঘুরে ছিলেন। আখাউড়া রেলস্টেশন ও সড়কবাজারের বিভিন্ন এলাকায় ভিক্ষা করতেন। পরিচয় শনাক্ত না হলে স্থানীয় করব স্থানে এলাকাবাসীর সহযোগিতায় দাফন করা হবে।