হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নির্বাচনী কর্মকর্তার ওপর হামলা, প্রধান আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তার ওপর হামলা ও মারধর ঘটনায় মামলার প্রধান আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ২য় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

অভিযুক্ত ব্যক্তি হলেন ফটিকছড়ি উপজেলার নানুপুর এলাকার নুরুল আনোয়োরের ছেলে নুরুল হুদা (৪৪)। চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, সোমবার আদালতে এই ঘটনার মামলায় আসামি নুরুল হুদা আত্মসমর্পনপূর্বক জামিন চাইলে বিচারক তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ২১ মে চট্টগ্রামে ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে কিপাইতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ চলাকালে আনারস প্রতীকের প্রার্থীর পরিচয়ে দুর্বৃত্তরা কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁরা ব্যালট পেপার নেওয়ার চেষ্টা করেন। তখন নির্বাচনী কর্মকর্তারা তাঁদের বাধা দিলে আসামিরা ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেন। ভোট গণনা শেষে বিকেলে মোটরসাইকেল যোগে বাসায় যাওয়ার পথে ওই কেন্দ্রে দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার মুহাম্মদ নাছির উদ্দিনের ওপর অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। 

এসময় স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। গত ২৩ মে এ ঘটনায় মুহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে আসামি নুরুল হুদাসহ ৬ জনের নামে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা করেন।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন