চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাহাড় ধস অব্যাহত থাকায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ বসতিগুলো ছেড়ে যেতে মাইকিং করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে তাদের জন্য বিশ্ববিদ্যালয়ের পুরোনো আইইআর ভবনে আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে।
আজ সোমবার দুপুর থেকে ক্যাম্পাসে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে সতর্ক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, টানা বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি পাহাড় ধসে পড়েছে। পাহাড় সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আমরা ক্যাম্পাসে মাইকিং করেছি। তাদের আশ্রয়ের জন্য পুরোনো আইইআর ভবন প্রস্তুত রাখা হয়েছে।