কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে চুরি হওয়া ব্যাটারিচালিত পাঁচটি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার চান্দলা, কুমিল্লা জেলা সদরের দূর্গাপুর ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ফারুক হোসেন (২৮), মো. শফিকুল ইসলাম (৪৩) ও মো. ফারুক মিয়া (৩২)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া চোর চক্রের সদস্যরা গত কয়েক দিনে ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায়। অটোরিকশার মালিকেরা থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ চুরি হওয়া এসব অটোরিকশা ও এর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।